You have reached your daily news limit

Please log in to continue


ঈদে আসছে জয়ার ‘জিম্মি’

নির্মাতা আশফাক নিপুণের পরিচালনায় 'জিম্মি' ওয়েব সিরিজে দেখা যাবে অভিনেত্রী জয়া আহসানকে। সিরিজটি মুক্তি পাচ্ছে আগামী ২৮ মার্চ।

ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য নির্মিত হয়েছে সিরিজটি। এই সিরিজ দিয়ে দেশের ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবারের মত কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে জয়াকে।

‘জিম্মি’ সিরিজের কোন বিষয়টি অভিনয়ের জন্য জয়া আহসানকে টেনেছে?

জয়া বললেন, "আমি নতুন কোনো কাজ করার আগে তিনটা বিষয় সবসময় খেয়াল করি। সেটা হল গল্প, চরিত্র ও পরিচালক। জিম্মির ক্ষেত্রে এগুলো সব মন মত মিলে গিয়েছিল। সেই সাথে আমার ওয়েব সিরিজের শুরুটা করছি হইচইয়ের সাথে। মুক্তি পাবে ঈদে, সব মিলিয়ে আমার জন্য বিষয়টা বেশ রোমাঞ্চের।"

‘মহানগর’, ‘সাবরিনা’র পর দর্শকদের জন্য 'জিম্মি' সিরিজ নিয়ে হাজির হচ্ছেন আশফাক নিপুণ। নতুন সিরিজ নিয়ে বেশ উচ্ছ্বসিত এ নির্মাতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন