গৌরীর সঙ্গে প্রেম করছেন আমির খান, স্বীকার করলেন নিজেই

প্রথম আলো প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫, ২৩:০৮

কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের ঘোষণার পর আমির খানের সঙ্গে অভিনেত্রী ফাতিমা সানা শেখের সম্পর্ক নিয়ে বিস্তর চর্চা হয়। পরে অবশ্য তাঁদের সম্পর্ক নিয়ে আর কিছু জানা যায়নি। গত মাসে ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদন আমির খান আবার প্রেম করছেন। বেঙ্গালুরু নিবাসী গৌরীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। অবশেষে সব জল্পনা শেষে, আমির নিজেই আনুষ্ঠানিকভাবে স্বীকার করলেন নতুন সম্পর্কের কথা। খবর ফিল্মফেয়ারের


আগামীকাল ৬০ বছরে পা দেবেন আমির খান। অভিনেতার জন্মদিন উপলক্ষে আজ বিকেলে মুম্বাইয়ের এক হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়। সেখানেই সাংবাদিকদের সঙ্গে গৌরীর পরিচয় করিয়ে দেন আমির। তবে গৌরির ছবি প্রকাশ না করার অনুরোধ করেন। তিনি জানান, নতুন সম্পর্ক যতটা সম্ভব ব্যক্তিগত রাখতে চান।


তবে গৌরী সম্পর্কে বিশদ এখনো জানা যায়নি। এটা জানা গেছে, বলিউডের সঙ্গে কোনো যোগাযোগ নেই গৌরীর। তবে দক্ষিণি চলচ্চিত্র জগতের সঙ্গে তাঁর কোনো যোগ রয়েছে কি না, তা এখনো প্রকাশ্যে আসেনি। তাই অনুরাগীদের মধ্যে গৌরীর পেশা নিয়ে এরই মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও