
ঈদের সিনেমায় মুখোমুখি ৪ নায়ক
আসছে ঈদে কোন কোন সিনেমা মুক্তি পাবে, ইতোমধ্যে তার একটা তোড়জোড় শুরু হয়ে গেছে। প্রযোজক ও পরিচালকেরা প্রস্তুতি নিতে শুরু করেছেন। অন্য ঈদের মতো এবারও শাকিব খানের ভক্তরা নিরাশ হবেন না। এই নায়কের নতুন সিনেমাও মুক্তির তালিকায় আছে। আরও থাকছে সিয়াম আহমেদ, আফরান নিশো ও সজলের নতুন সিনেমা।
আসছে ঈদের সিনেমায় এই চার নায়ক মুখোমুখি হচ্ছেন। শাকিব খান অভিনীত 'বরবাদ' মুক্তি পাচ্ছে এবারের ঈদে। পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়।
এবারের ঈদে শাকিব খানের মুখোমুখি হচ্ছে আরও তিন জনপ্রিয় নায়ক।
শাকিব খানের 'বরবাদ' সিনেমার শুটিং হয়েছে মুম্বাইতে। তার বিপরীতে আছেন ইধিকা পাল। মামুনুর রশীদসহ আরও বেশ কয়েকজন অভিনেতা অভিনয় করেছেন এতে।
দুই বছর আগে শাকিব খান ও আফরান নিশো ঈদের সিনেমা দিয়ে মুখোমুখি হয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের ভক্তদের তর্কযুদ্ধে জড়াতে দেখা গিয়েছিল তখন। নিশোর অভিষেক হয়েছিল 'সুড়ঙ্গ' সিনেমা দিয়ে। এবারও রোজার ঈদে শাকিব খানের পাশাপাশি আফরান নিশোর নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।