
ভারত-ভিয়েতনাম থেকে এলো ৩৮ হাজার টন চাল
ভারত ও ভিয়েতনাম থেকে ৩৮ হাজার ৮৮০ মেট্রিক টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
বুধবার (১২ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থাকে ১৭ হাজার ৮০০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি ট্রংগান শিপ বন্দরে নোঙরে করে। এ ছাড়া আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির আওতায় ভারত থেকে আমদানীকৃত ২১ হাজার ৮০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি রেক এলিট জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।
জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাসের কার্যক্রম শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর আগে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ৬ হাজার মেট্রিক টন সিদ্ধ চালবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- চাল আমদানি
- জিটুজি