ইয়ামাল-রাফিনহা ঝলকে বেনফিকাকে উড়িয়ে কোয়ার্টারে বার্সা

www.ajkerpatrika.com প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ১১:২৫

বেনফিকার মাঠে প্রথম লেগ জিতে অর্ধেক কাজ আগেই সেরে রেখেছিল বার্সেলোনা। নিজেদের মাঠে দ্বিতীয় লেগ, কিছুটা স্বস্তি নিয়ে রাতে এস্তাদিও অলিম্পিকে মাঠে নেমেছিলেন হান্সি ফ্লিকের শিষ্যরা। নিজেদের ডেরায় আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে দ্বিতীয় লেগে বার্সা পেল ৩-১ গোলের দারুণ জয়। প্রথম লেগে বেনফিকার মাঠে জিতেছিল ১-০ গোলে। দুই লেগ মিলিয়ে পর্তুগাল ক্লাবটির বিপক্ষে ৪-১ অগ্রগামিতায় চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল কাতালানরা।


প্রথম দেখায় একমাত্র গোলটি করেছিলেন রাফিনহা। সেই ছন্দ ধরে রাখলেন ফিরতে দেখায়ও। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এবার করলেন জোড়া গোল। আরেকটি লামিন ইয়ামালের কাছ থেকে। চলতি মৌসুমে বেনফিকার বিপক্ষে তিন ম্যাচে রাফিনিয়া গোল করলেন পাঁচটি। প্রথম পর্বের দেখায়ও জোড়া গোল করেছিলেন। বেনফিকার হয়ে একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও