
মশার উৎপাত কমাতে যা করবেন
দেশ রূপান্তর
প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ১১:১০
এ সময়ে মশা-মাছির উৎপাত বেড়ে যায়। মশার উৎপাত থেকে রক্ষা পেতে দিনে বা রাতে ঘুমানোর সময় মশারি টাঙানো জরুরি। এ ছাড়া মশার কামড়ের কারণে অনেক গুরুতর রোগের ঝুঁকিতে থাকি। মশার হাত থেকে বাঁচতে আমরা কয়েল, এরোসলসহ স্প্রে ব্যবহার করি। তবে এগুলো আমাদের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। তাই ঘরেই এমন একটা জিনিস তৈরি করে নিন, যাতে সহজেই মশা তাড়াতে পারেন।
একটি লেবু নিয়ে ওপরের অংশটি কেটে নিতে হবে। এবার ছুরি বা চামচের সাহায্যে লেবুটি ভেতর থেকে সম্পূর্ণ খালি করুন। লেবুর খোসার মধ্যে সরিষা তেল ভালো করে ভরে দিতে হবে এর মধ্যে দুটি কর্পূর টুকরো ও পাঁচটি লবঙ্গ যোগ করুন। এবার এতে একটি তুলো রেখে তা জ্বলিয়ে দিন। এই প্রদীপ জ্বলিয়ে ঘরের এক কোণে রেখে দিন।
- ট্যাগ:
- লাইফ
- মশার উপদ্রব
- মশার উপদ্রব কমানো