সাধ ও সাধ্যের মধ্যে ঈদের কেনাকাটা করতে রাজধানীর যেসব বাজারে যেতে পারেন, জেনে রাখুন দরদাম

প্রথম আলো প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ০৮:৫৮

চারদিকে ঈদ ঈদ আমেজ। পরিবারের সদস্যদের জন্য পছন্দমতো জামা, জুতা, আনুষঙ্গিক কেনা শুরু হয়ে গেছে। সাধ ও সাধ্যের মধ্যে পছন্দমতো জামা–জুতা পেতে রাজধানীর গাউছিয়া, চাঁদনি চক ও নিউমার্কেটে ঢুঁ মারছেন ক্রেতারা। ঈদে জামাকাপড়ের চলতি ধারা ও দরদাম জানতে আমরাও গিয়েছিলাম।


ঈদের শাড়ি
ঈদের সময় গরম থাকবে। সে কারণে সুতি শাড়ির প্রাধান্য দেখা গেল। শাড়ির জমিনে হাতের কাজ, মেশিনের কাজ, স্ক্রিন বা ব্লক প্রিন্ট, হ্যান্ড পেইন্টের মাধ্যমে ফুলপাতা আর জ্যামিতিক নকশা। গাউছিয়া মার্কেটের নূর ম্যানশন শাখার বি প্লাসের ব্যবস্থাপনা পরিচালক মো. মোবারক বলেন, দেশীয় ঐতিহ্যের কথা মাথায় রেখেই শাড়িগুলো বানানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও