বাবা হারালেন রুনা খান

প্রথম আলো প্রকাশিত: ১০ মার্চ ২০২৫, ১৩:০৮

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনয়শিল্পী রুনা খানের বাবা ফরহাদ হোসেন মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার রাতে বার্ধক্যের কারণে মারা যান তিনি। প্রথম আলোকে খবরটি জানিয়েছেন এই তারকার ঘনিষ্ঠজনেরা। এদিকে আজ সোমবার সকালে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন রুনা খান।


বিস্তারিত কিছু না লিখে রুনা খান তাঁর ফেসবুকে শুধু এটুকুই উল্লেখ করেছেন, ‘আমার আব্বু চলে গেলেন..! তার আত্মার শান্তি হোক...।’


ব্যক্তিজীবনে রুনা খানের বাবা সরকারি চাকরিজীবী ছিলেন। টাঙ্গাইল জেলার মির্জাপুরের মসদই গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। সেখানেই তাঁর দাফন হতে পারে বলে জানা গেছে। এদিকে রুনা খানের বাবার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন তাঁর সহকর্মী ও ভক্তরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও