পেটে ব্যথা হলে অবহেলা নয়

দেশ রূপান্তর প্রকাশিত: ১০ মার্চ ২০২৫, ১১:৪৪

অনেকেই পেটের ব্যথাকে অবহেলা করে এর কোনো চিকিৎসা নিতে চান না। কিন্তু মনে রাখতে হবে, যদি পেটের ব্যথা মাঝে মাঝে বেড়ে যায় তা কোনো রোগের উপস্থিতির জানান দেয়।


কারণ ও ধরন : পেটব্যথার আছে নানা কারণ ও ধরন। কোনো ব্যথা শুরু হয় হঠাৎ। কোনো ব্যথা আছে দীর্ঘদিন ধরে। কোনো রোগে আবার ব্যথা থেকে থেকে আসে, মাঝখানে ভালো থাকে। পেট থেকে ব্যথা অন্য কোনো দিকে ছড়িয়ে পড়ছে কি না, সেটিও বিবেচ্য। ব্যথার সঙ্গে আনুষঙ্গিক নানান উপসর্গ থেকেও ব্যথার কারণ সম্পর্কে ধারণা পাওয়া যায়। কী করলে ব্যথা কমে কিংবা কী করলে ব্যথা বাড়ে, সেটি থেকেও ব্যথার উৎস সম্পর্কে ধারণা করা যায়। এই যেমন পাকস্থলীর আলসার অর্থাৎ, গ্যাস্ট্রিক আলসারের ব্যথা বাড়ে খাবার খাওয়ার পর, অন্যদিকে পাকস্থলীর পরের অংশ অর্থাৎ ডিওডেনামে আলসার হলে খাবার খাওয়ার পর রোগী আরাম বোধ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও