আইপিএলেও বুমরাহকে নিয়ে শঙ্কা

যুগান্তর প্রকাশিত: ১০ মার্চ ২০২৫, ১১:১৭

থাকছি, থাকব করে থাকাই হয়নি জাসপ্রিত বুমরাহর। বড্ড ভোগাচ্ছে চোট। বোর্ডার-গাভাস্কার ট্রফির পর থেকে এখনো মাঠের বাইরে। ভারতের অন্যতম বোলিং অস্ত্র খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। পিঠের চোটের যা অবস্থা, তাতে বুমরাহর নির্বাসন বাড়তে যাচ্ছে। এমনকি শঙ্কায় আছেন আইপিএলে খেলা নিয়েও।


বুমরাহকে সুস্থ করার দায়িত্ব তিনজনের ওপর দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ রজনীকান্ত শিভাঙ্গনম এবং ফিজিও তুলসী রাম যুবরাজ বুমরাহকে রিহ্যাব করাচ্ছেন। চিকিৎসক নিতিন প্যাটেল ভারতীয় পেসারকে নজরে রেখেছেন। সেই সঙ্গে জাতীয় দলের স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ সোহম দেশাই এবং ফিজিও কমলেশ জৈন খোঁজ নিচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও