
ঘর সাজাতে অ্যাকোয়ারিয়াম
নানা রং এর মাছ আর ছোট ছোট গাছ দিয়ে সাজানো জলের ট্যাঙ্কটি ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলে।
ছোট বা বড় অ্যাকোয়ারিয়াম, সঠিক যত্ন নিলে সেটি বাড়িয়ে দিবে আপনার ঘরের সৌন্দর্য্য।
চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনার প্রিয় জিনিসটির যত্ন নিবেন।
১. অন্দরসজ্জার জন্য অ্যাকোয়ারিয়াম কিনলে প্রথমেই স্থান নির্বাচন জরুরি। ঘরের কোথায় রাখলে সকলের নজর পড়বে, সেটি ভেবে নিন। বিভিন্ন আকার, আয়তনের অ্যাকোরিয়াম পাওয়া যায় প্রয়োজন। শখ বুঝে অ্যাকোয়ারিয়াম কিনুন।
২. অ্যাকোয়ারিয়াম শুধু রাখলেই হবে না, নিয়ম করে সেটি পরিষ্কার করতে হবে। সহজে পরিষ্কার করা যায় এমন কোথাও সেটি রাখুন।
৩. রকমারি মাছ যদি রাখতে চান তা হলে কী কী রাখবেন তা নির্বাচন করুন। মিঠা পানির ও ক্রান্তীয় অঞ্চলের মাছ রাখতে গেলে সাধারণত খরচ বেশি হয় না। মাঝারি আকারের অ্যাকোয়ারিয়ামে তা রাখা যায়। তবে সামুদ্রিক মাছ রাখতে গেলে খরচ বেশি। তখন উপযুক্ত আকারের অ্যাকোয়ারিয়াম প্রয়োজন।
- ট্যাগ:
- লাইফ
- ঘর সাজানো
- অ্যাকুরিয়াম