ইফতার-ঈদ শপিংয়ে ব্যাংকের কার্ডে মূল্যছাড়ের ছড়াছড়ি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৯ মার্চ ২০২৫, ২২:১০

চলছে পবিত্র রমজান মাস, আসছে খুশির ঈদ। ঈদ মানে আনন্দ। ঈদ মানে নতুন জামা-কাপড়। তাই তো উৎসব এলেই জমে ওঠে কেনাকাটা। সেই সুযোগে অনেক অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দেন। ক্রেতারাও বাধ্য হয়ে বাড়তি দামে পণ্য কেনেন। তবে সেই ধারা কিছুটা হলেও বদলাচ্ছে।


বেশ কয়েক বছর ধরে রোজায় ইফতার-সেহরি ও ঈদে পোশাকসহ অন্যান্য পণ্যসামগ্রীতে বিশেষ মূল্যছাড় দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। কেনাকাটার মূল্য কার্ডে পরিশোধ করলেই মিলছে আকর্ষণীয় সব অফার। ব্র্যান্ড ও পণ্য ভেদে থাকছে আকর্ষণীয় সব অফার ও মূল্য ছাড়। কার্ডের মতো মোবাইল ব্যাংকিংও দিচ্ছে ক্যাশব্যাক অফার। এমন সুযোগ করে দিয়ে ব্যাংকগুলো ঈদের কেনাকাটা একদিকে করে তুলেছে স্বাচ্ছন্দ্যময়, আবার যোগ করেছে বাড়তি আনন্দও।


খাত সংশ্লিষ্টরা জানান, দেশে কেনাকাটা বা লেনদেনে নগদ অর্থের পরিবর্তে কার্ডের ব্যবহার দিন দিন বাড়ছে। আর কার্ডে কেনাকাটা সহজ ও সুলভমূল্যে পণ্য পেতে সহযোগিতা করছে ব্যাংকগুলো। সেই ধারাবাহিকতায় এবারও ঈদের পোশাক, জুতা, জুয়েলারিসহ নির্দিষ্ট শোরুমে ও পণ্য কেনাকাটায় দিয়েছে নির্দিষ্ট অঙ্কের বিশেষ ছাড়। পাশাপাশি ইফতারে মূল্য ছাড়ের সঙ্গে রয়েছে একটি কিনলে একটি ফ্রিসহ বিভিন্ন ‘ঈদ অফার’। এ ছাড়া ঈদে ঘরে ফেরা ও বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আকাশপথে বিমান ভাড়ায়ও ছাড়ের ব্যবস্থা রয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও