
দুষ্কৃতিকারীরা যদি সমাজে আধিপত্য বজায় রাখবে, তাহলে সরকার কীসের জন্য: রিজভী
ডেইলি স্টার
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫, ১৭:০৩
'দেশে মবজাস্টিস রুখতে অন্তর্বর্তী সরকার কেন চুপচাপ' এই প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
আজ শনিবার সকালে নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের র্যালিপূর্ব সমাবেশে তিনি এই প্রশ্ন তুলেন।
সেলিমা রহমান বলেন, '৫ আগস্টের বিপ্লবে আমাদের যে তরুণ সমাজ তাদের বুকের রক্ত দিয়ে ছাত্র-জনতার এই যে স্বাধীনতা এসেছে, যেখানে ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করে চলে যেতে বাধ্য হয়েছে, সেইখানে কেন এখনো নারী ধর্ষণ হচ্ছে? বাসে বাসে হচ্ছে, পথে-ঘাটে নারীকে হেনস্তা করা হচ্ছে। মাগুরার কাহিনী দেখেন, একের পর এক ঘটনা ঘটে চলেছে।'
'এখানে মনে হয় কোনো একটা গোষ্ঠী যেটা বলছে, মবজাস্টিস... হোয়াট ইজ মবজাস্টিস? কীসের মবজাস্টিস...কারা এটা করছে। সরকার কেন চুপচাপ? সরকার কেন কথা বলছে না?'
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
প্রথম আলো
| বিএনপির কেন্দ্রীয় কার্যালয়
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে