
মুশফিককে সংবর্ধনা দিতে চায় বিসিবি
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল দেখতে পাকিস্তান গিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। গতকাল তিনি দেশে ফিরেছেন। দেশে ফিরেই সকালে তিনি উপস্থিত শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। যেখানে ১০ বছর বন্ধ থাকার পর পুনরায় শুরু হওয়া তৃতীয় বিভাগ কোয়ালিফাইং লিগের উদ্বোধন করলেন। তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। এ সময় বিসিবি সভাপতি জানিয়েছেন, সদ্য ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলা মুশফিককে সংবর্ধনা দিতে চান তাঁরা।
লিগে অংশ নেওয়া ৬০ দলের ক্রিকেটাররা ১২টি গ্রুপে ভাগ হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন। অংশগ্রহণকারী ক্রিকেটারদের শপথ বাক্য পাঠ করান অধিনায়ক শান্ত। এত দিন পর আবারও ১২০০ ক্রিকেটার নিয়ে বড় পরিসরে একটি লিগ আয়োজন করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন ফারুক আহমেদ। তবে তাঁর সন্তুষ্টির আরেকটি বড় কারণ হলো আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল উপলক্ষে পাকিস্তান সফরে গিয়ে বিভিন্ন ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করা। সেখানে তিনি পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি নিয়ে আলোচনা করেন।