You have reached your daily news limit

Please log in to continue


দিবস কেন্দ্রিক নারী ও নারীর জন্য দিবস

নারী একটা অবয়ব। সেই অবয়বকে নানাভাবে শেইপআপ করার প্রচেষ্টা চলে। যেহেতু সেই অবয়ব নিয়ে নানা মুনির নানা মত তাই নারীর অধিকার প্রতিষ্ঠা নিয়ে বিশ্ব খুবই উদ্বিগ্ন। বিশ্ব আসলে কী? কারা প্রতিনিধিত্ব করে? পুরুষ জাতি তাইতো!

বিশ্ব নিজে আসলে পুরুষ। পুরুষতান্ত্রিক বিশ্বে বাস করা নারী খুবই অপ্রাসঙ্গিক অধিকার চর্চা করে থাকে। অর্থাৎ যেটুকু তাকে দেওয়া হয় সেটুকুই তার অধিকার। প্রতিবছরই নারী দিবসে ভিন্ন ভিন্ন থিমের মাধ্যমে নারীকে একধাপ ওপরে ওঠানোর প্রচেষ্টা করা হয়। যেহেতু সবাই খুবই উদ্বিগ্ন তাই তাদের প্রচেষ্টাকে বাহবাও দেওয়া যায়।

এভাবে বছর যায়, পরের বছর আরেকটা থিম আসে, এভাবেই থিমের ওপর থিম আসে। বিশ্বাস করতে চাই থিম বিষয়টার বাস্তবায়ন ও মূল্যায়নের দায়িত্ব নিশ্চয় কারো ওপরে আছে। অথবা হয়তো এটা শুধুই দিবসকেন্দ্রিক কার্যক্রম। পৃথিবীর চলমান ঔদ্ধত্যের সামনে নারীর অবস্থান স্বীকার করে নেওয়া ছাড়া আমাদের উপায়ও নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন