
আইসিডিডিআর,বির শীর্ষ অর্থের জোগানদাতা ছিল ইউএসএআইডি
দেশে ডায়রিয়া ও কলেরা নিয়ন্ত্রণের পাশাপাশি সংক্রামক বিভিন্ন রোগ প্রতিরোধে সবচেয়ে অগ্রগামী প্রতিষ্ঠান হিসেবে ধরা হয় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশকে (আইসিডিডিআর,বি)। বিভিন্ন দাতা সংস্থার অনুদান, বাংলাদেশ সরকারের অর্থায়ন ও নিজস্ব কিছু আয় থেকে পাওয়া তহবিলের ভিত্তিতে পরিচালিত হয় প্রতিষ্ঠানটির কার্যক্রম। এতদিন সংস্থাটিতে অনুদান হিসেবে সবচেয়ে বেশি অর্থ এসেছে মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) থেকে। আইসিডিডিআর,বি-তে দাতাদের অর্থায়নকৃত তহবিলের প্রায় এক-পঞ্চমাংশেরই জোগান দিয়েছে ইউএসএআইডি।
তবে আইসিডিডিআর,বি-তে এখন মার্কিন সংস্থাটির অর্থায়ন স্থগিত রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই এক নির্বাহী আদেশের মাধ্যমে ইউএসএআইডির সহায়তা কার্যক্রম স্থগিতের ঘোষণা দেন। এ আদেশের প্রতিক্রিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পক্ষ থেকে বলা হয়, এর ফলে ক্ষতিগ্রস্ত হবে বিশ্বের অন্তত ৫০টি দেশ। প্রভাবিত হবে এইচআইভি, পোলিও, এমপক্স, যক্ষ্মা ও বার্ড ফ্লুর মতো রোগ মোকাবেলায় গৃহীত নানা কর্মসূচিও।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আইসিডিডিআরবি
- ইউএসএআইডি