
সূর্যের আলোয় চার্জ হবে লেনোভোর নতুন পিসি
বণিক বার্তা
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৫, ১২:২৩
ইয়োগা সিরিজে নতুন সংযোজন হিসেবে সৌরবিদ্যুচ্চালিত একটি ল্যাপটপ আনার ঘোষণা দিয়েছে লেনোভো। ইয়োগা সোলার পিসি নামে ডিভাইসটির প্রধান আকর্ষণ হলো সোলার প্যানেলযুক্ত লিড, যা সূর্যালোক থেকে শক্তি সংগ্রহ কররে সক্ষম। গত সপ্তাহে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস অনুষ্ঠানে এ ঘোষণা দিয়েছে চীনা টেক জায়ান্টটি।
লেনোভোর তথ্যানুযায়ী, নতুন ল্যাপটপের লিডে একটি সৌর প্যানেল সংযুক্ত থাকবে। ফলে চালু কিংবা বন্ধ থাকা অবস্থায় এটি যেকোনো উৎস থেকে আলো ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে চার্জ হতে পারবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নতুন ল্যাপটপ