পাকিস্তানের বান্নু সেনানিবাসে হামলার ঘটনায় পাঁচ সেনা সদস্যসহ নিহত ৩৪

বিডি নিউজ ২৪ পাকিস্তান প্রকাশিত: ০৬ মার্চ ২০২৫, ১৬:৪৫

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু সেনানিবাসে হামলার ঘটনায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে পাঁচ সেনা সদস্য ও ১৬ হামলাকারী রয়েছেন বলে পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে।


মঙ্গলবার ইফতারের পরে সামরিক স্থাপনাটির একপাশের দেয়ালে দু’টি বিস্ফোরক ভর্তি গাড়িযোগে হামলা চালানো হয়। হামলাকারীরা দেয়াল উড়িয়ে দিয়ে ভেতরে প্রবেশ করতে চেয়েছিল।


এতে অন্তত নয়জন বেসামরিক নিহত হন। বুধবার পর্যন্ত নিহত বেসামরিকের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়ায়।


পাকিস্তান সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) এক বিৃবতিতে জানিয়েছে, গাড়ি বোমা হামলার পর হামলাকারীদের সঙ্গে সামরিক বাহিনীর সঙ্গে বন্দুক লড়াইয়ে ১৬ হামলাকারী নিহত হন। তাদের মধ্যে চারজন আত্মঘাতী হামলাকারী। মঙ্গলবার রাতেই ছয়জনকে গুলি করে মারা হয়।


বিবৃতিতে আরও বলা হয়, হামলাকারীদের সঙ্গে তীব্র বন্দুক লড়াই চলাকালে দায়িত্বরত পাঁচ সেনা নিহত হন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও