রেকর্ড, অর্জন আর কীর্তিতে সমৃদ্ধ এক ওয়ানডে ক্যারিয়ার মুশফিকুর রহিমের। উল্লেখযোগ্য দলীয় ট্রফি খুব বেশি নেই, তবে ব্যক্তিগত কীর্তির আলোয় ঝলমলে তার দীর্ঘ প্রায় ১৯ বছরের অধ্যায়। এদেশের ক্রিকেটের অনেক ‘প্রথম’ জন্ম হয়েছে তার হাত ধরে, কিছু জায়গায় তিনি উঠে গেছেন নতুন উচ্চতায়, কিছু রেকর্ডে তিনি পেরিয়ে গেছেন পূর্বসূরীদের।
গৌরবময় সেই দীর্ঘ পথচলা মুশফিক থামানোর ঘোষণা দিয়েছেন বুধবার রাতে। বাংলাদেশের জার্সিতে তাকে আর দেখা যাবে না এই সংস্করণে।
বিদায়ের ক্ষণে তার নানা রেকর্ড আর কীর্তিতে চোখ বুলিয়ে আরও একবার অনুভব করা যেতে পারে, বাংলাদেশ দলের কতটুকু জুড়ে ছিলেন তিনি।