
আলিসনের ‘জীবনের সেরা পারফরম্যান্স’এ রক্ষা পেল লিভারপুল
বণিক বার্তা
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৫, ১০:০৬
এ যেন এক অবিশ্বাস্য চমক! প্রায় পুরো ম্যাচ জুড়ে একের পর এক আক্রমণ করে গেছে পিএসজি। কিন্তু শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিল লিভারপুল। ৮৭ মিনিট ধরে চাপে থাকার পর গোল করেন হার্ভি এলিয়ট, সেটাও মাঠে নামার মাত্র ৪৬ সেকেন্ডের মাথায়ই! আর সেই একমাত্র গোলেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগে লুই এনরিকের পিএসজিকে হারিয়েছে লিভারপুল।
তবে গোল করেও ম্যাচের নায়ক এলিয়ট নন। সেটা অলরেডদের ব্রাজিলিয়ান গোলকিপার আলিসন বেকার। একের পর এক দুর্দান্ত সেভ করে প্রতিপক্ষকে হতাশায় ডুবিয়েছেন তিনি। পিএসজি পুরো ম্যাচে গোলমুখে নিয়েছে ‘অবিশ্বাস্য’ ২৭টি শট আর লিভারপুলের মাত্র ২টি! কিন্তু পার্ক দ্য প্রিন্সেসে আলিসন যেন হয়ে দাঁড়িয়েছিলেন দুর্লঙ্ঘ এক প্রাচীর।