লুকিয়ে, গোপনে বিয়ে করতে পারব না: তমা মির্জা

প্রথম আলো প্রকাশিত: ০৬ মার্চ ২০২৫, ০৯:৫৮

হঠাৎ চাউর, বিয়ে করে সংসার করছেন চিত্রনায়িকা তমা মির্জা ও পরিচালক রায়হান রাফী। এ নিয়ে গত মঙ্গলবার ফেসবুক পোস্টও দিয়েছেন তমা। বুধবার সকালে প্রথম আলোকে তমা মির্জা জানালেন, মুক্তি প্রতীক্ষিত কাজের প্রচারে ব্যস্ত সময় পার করছেন। বন্ধুত্ব, প্রেম, বিয়ে ও কাজ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন মনজুর কাদের


প্রথম আলো: হঠাৎ চারপাশে আপনাদের বিয়ের খবর?
তমা মির্জা : বিয়ের বিষয়টি পুরোপুরি গুঞ্জন। মিডিয়া থেকে এসব ছড়ানো হচ্ছে। ছোট ছোট ইউটিউব চ্যানেলের কেউ আছেন, যাঁরা রসালো হেডলাইন দিয়ে প্রথমে সংবাদ প্রকাশ করছে। এরপর সেসব ছড়িয়ে পড়ছে।


প্রথম আলো: আপনাদের ঘনিষ্ঠ কেউ কি পেছন থেকে কলকাঠি নাড়ছে?
তমা মির্জা : বিয়ের খবরের তো বিন্দু পরিমাণ সত্যতা নেই। যেহেতু আমরা দুজনে পরিচিত, প্রথমে বন্ধুত্ব, এরপর ভালোবাসা, তারপর বিয়ের সিদ্ধান্ত—এভাবেই তো হয়। কিন্তু বন্ধুত্বের বাইরে রাফীর সঙ্গে আমার বিন্দু পরিমাণ সম্পর্ক নেই। তাই আমার ঘনিষ্ঠজনেরাও বিয়ের মতো খবর ছড়াতে পারে না। বিয়ে অনেক বড় একটা বিষয়—দুইটা পরিবার জড়িত থাকে। আছে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মী, মিডিয়ার মানুষও। আমি পাবলিক ফিগার, একজন সাধারণ মানুষ না যে কাজি ডেকে বিয়ে করলাম, কেউ জানলও না। আমার বিশাল সার্কেলও আছে। বিয়ের মতো এত বড় কাজ লুকিয়ে ও গোপনে করতে পারব না। তা ছাড়া রাফীও তো একজন জনপ্রিয় এবং পরীক্ষিত পরিচালক, চাইলে সে–ও লুকিয়ে বিয়ে করতে পারবে না। এত বাজে রিউমার কেউ ছড়াতে পারে! প্রেমের গুঞ্জন হয়, এটা হয়, সেটা হয়—আমি কোনো মন্তব্য দিই না। কারণ, আমি মনে করি, ইন্ডাস্ট্রিতে যেহেতু কাজ করি, নানা ধরনের আলোচনা-সমালোচনা উঠবে। কিন্তু তাই বলে বিয়ের গুঞ্জন! আমি মনে করি, আমাকে কাজের মাধ্যমে আলোচনায় থাকতে হবে। অন্যান্য ব্যক্তিগত বিষয়ে তাই শিগগিরই মন্তব্য করতেও চাই না।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও