
পার্বত্যাঞ্চল-কক্সবাজার ঘিরে আরাকান আর্মির ‘নীল নকশা’
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ১১:০৪
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ শিকার করা জেলেদের অপহরণ মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির জন্য নতুন নয়। মুক্তিপণ পেলেই ছেড়ে দেয় তারা। সম্প্রতি ঘটছে ভিন্ন ঘটনা। তারা অপহৃতদের কাছে মুক্তিপণ না চেয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী সম্পর্কে নানান তথ্য জানতে চাচ্ছে। চালানো হচ্ছে অমানসিক নির্যাতন।
সম্প্রতি কিছু জেলেকে নাফ নদী থেকে অপহরণের পর মুক্তিপণ না চেয়ে শুধু নির্যাতন করেছে আরাকান আর্মি। কারণ হিসেবে জেলেরা বলছেন, আরাকান আর্মি শুধু জানতে চেয়েছে বাংলাদেশ সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঘাঁটি ও অবস্থান। পার্বত্যাঞ্চলে আরাকান আর্মির ঘাঁটি তৈরি করা হয়েছে বলেও ফিরে আসা একাধিক জেলে স্বীকার করেছেন। আরাকান আর্মি সদস্যদের পরিবার বাংলাদেশ থাকে বলেও জানান জেলেরা।