বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৫৮ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
বুধবার (৫ মার্চ) সকাল ৮টা ৪৮ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
এদিন বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে উগান্ডার কাম্পালা (১৬৭)। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে চীনের বেইজিং (১৬৬) ও নেপালের কাঠমান্ডু (১৬১)। তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা (১৫৮) ও থাইল্যান্ডের চেইং মাই (১৫৮)। শহরগুলোর বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।