You have reached your daily news limit

Please log in to continue


৫৩ বছরে অসংখ্য দল এসেছে, এনসিপির বিশেষত্ব কী

জুলাই-আগস্টের আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধাদের নিয়ে আত্মপ্রকাশ হয়েছে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। বিগত তেপ্পান্ন-চুয়ান্ন বছরে অসংখ্য দলের আবির্ভাব ঘটেছে। তারা প্রত্যেকেই দেশবাসীকে আশার আলো দেখিয়েছেন। এনসিপির ওপরে বাংলাদেশের মানুষ কেন ভরসা রাখবে? 

এমন প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম কালের কণ্ঠকে বলেছেন, বিগত তেপ্পান্ন-চুয়ান্ন বছরে বাংলাদেশের গতানুগতিক যে রাজনীতি দেখেছি, এই রাজনীতি কিন্তু মানুষকে অনেক কথা শুনিয়েছে, অনেক কথার ফুলঝুরি আমরা শুনেছি, অনেক আশাও দেখিয়েছে।

কিন্তু দিনশেষে এগুলোর বাস্তবায়ন দেখতে পাইনি। আমরা জনগণের পালস বুঝেই অভ্যুত্থানের প্রতিটি কর্মসূচি দেওয়ার কাজটা করেছি।

তিনি বলেন, এই তরুণ প্রজন্মের যারা নেতৃত্বে রয়েছেন, আমি মনে করি তারা বাংলাদেশের জন্য বিশাল একটা অ্যাসেট। সেন্ট্রাল কমিটিতে আমি যাদের দেখতে পাচ্ছি, বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলো যখন সৃষ্টি হয়েছে, এক, দুই বা তিনটি ফেসকে সামনে রেখে সৃষ্টি হয়েছে।

কিন্তু আমাদের এখানে অন্তত এ রকম কোয়ালিটি সম্পন্ন শতাধিক মানুষ আছেন, যারা ধীরে ধীরে এক বছরের মধ্যে বাংলাদেশের মানুষের সামনে আসবেন এবং আমরা মনে করি, এই মানুষগুলো বাংলাদেশের নেতৃত্বের হাল ধরবেন। এই মানুষগুলোর মৃত্যুর ভয়টা ওই জুলাই অভ্যুত্থানে হারিয়ে গেছে। এই মানুষগুলোর ওপর নেগোসিয়েশনের চাপ ওই জুলাই অভ্যুত্থানে ছিল, কিন্তু তারা করেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন