
রাফী–তমা কি আবার প্রেমে মজেছেন
প্রথম আলো
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৫, ১৩:৪৩
আলোচিত পরিচালক রায়হান রাফীর সব কটি সিনেমাই আলোচিত ও ব্যবসাসফল। গত বছরের ঈদে মুক্তি পায় তাঁর ব্লকবাস্টার হিট সিনেমা ‘তুফান’, যে সিনেমা নিয়েও আলোচনায় এসেছেন তিনি। খুব শিগগির মুক্তি পাবে সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই পরিচালকের নতুন ওয়েব ফিল্ম ‘আমলনামা’। রাফীর অন্য সব ওয়েব ফিল্মের মতো এটিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা।
এদিকে তাঁর সঙ্গে চিত্রনায়িকা তমা মির্জার সম্পর্কের গুঞ্জনও বহুদিনের। পরিচালনার পাশাপাশি তমার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়েই প্রায়ই আলোচনায় উঠে আসেন রাফী। মাঝে দুজনেই জানিয়েছিলেন, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক নেই। তাঁরা শুধুই বন্ধু। গতকাল সোমবার পরিচালকের জন্মদিনে দুজনের প্রেমের সম্পর্কের বিষয়টি আবার সামনে এসেছে। দুজনের ঘনিষ্টজনেরা বলছেন, মাঝে সম্পর্কের অবণতি হলেও এখন আবার তাঁরা চুটিয়ে প্রেম করছেন।