সোনালী পেপারের শেয়ার কেলেঙ্কারিতে সাকিব আল হাসান জড়িত

www.ajkerpatrika.com প্রকাশিত: ০২ মার্চ ২০২৫, ২২:৪০

পুঁজিবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ার কারসাজিতে ক্রিকেটার সাকিব আল হাসানের জড়িত থাকার প্রমাণ মিলেছে। এতে তাঁর সহযোগী ও নেতৃত্বদানকারী হিসেবে ছিলেন সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক ও শেয়ার ব্যবসায়ী আবুল খায়ের হিরু।


তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সাকিব, হিরু, তাঁর পরিবারের সদস্য, তাঁদের প্রতিষ্ঠান ও ব্যবসায়িক পার্টনারসহ মোট ১০ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানকে ৩১ কোটি ৩৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সোনালী পেপারের শেয়ার কারসাজির তদন্ত করে এর সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে।


তদন্তে দেখা গেছে, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবরের মধ্যে শেয়ারটির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়, যার মূল কারণ ছিল সিরিজ ট্রেডিং। একাধিক বিও (বেনিফিশিয়ারি ওনারশিপ) হিসাব ব্যবহার করে পরিকল্পিতভাবে শেয়ার ক্রয়-বিক্রয়ের মাধ্যমে দাম কৃত্রিমভাবে বাড়ানো হয়। এই কারসাজির পেছনে ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান ও সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের হিরু, যাঁরা এতে বিশাল অস্বাভাবিক মুনাফা অর্জন করেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও