You have reached your daily news limit

Please log in to continue


গুগল ফোন অ্যাপে স্প্যাম কল শনাক্তে নতুন সুবিধা

অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য কল ব্যবস্থাপনায় নতুন একটি সুবিধা চালু করেছে গুগল। ফোন অ্যাপের এই আপডেটের ফলে স্প্যাম ও অপ্রয়োজনীয় কল শনাক্ত করা আরও সহজ হবে। নতুন এই সুবিধার আওতায় কলগুলো স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করা হবে। ফলে ব্যবহারকারীরা প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় কল সহজেই আলাদা করতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছে, গুগল ফোন অ্যাপের নতুন হালনাগাদে কলের তালিকা পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন অল কল, মিসড কল, কন্ট্যাক্টস, স্প্যাম ও নন-স্প্যাম। এত দিন পর্যন্ত সব কল একই তালিকায় দেখানো হতো। ফলে প্রয়োজনীয় নম্বর খুঁজে পেতে সময় লাগত। নতুন সুবিধার ফলে নির্দিষ্ট শ্রেণির কল সহজে খুঁজে পাওয়া যাবে। তবে আপাতত ইনকামিং ও আউটগোয়িং কল আলাদা করে দেখার সুবিধা নেই।

প্রথমবারের মতো এই সুবিধা ফোন অ্যাপের ১৫৯.০.৭১৮০৩৮৪৫৭ পাবলিক বেটা পিক্সেল ২০২৪ হালনাগাদে পরীক্ষামূলকভাবে চালু করা হয়। শুরুতে এটি কেবল বেটা সংস্করণের ব্যবহারকারীদের জন্য সীমিত ছিল। তবে সম্প্রতি গুগল এটি ধাপে ধাপে সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করছে। যেহেতু এটি সার্ভার-সাইড আপডেট, তাই সবার ডিভাইসে পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন