‘বরবাদ’ আন্তর্জাতিক মানের ছবি : মিশা সওদাগর

কালের কণ্ঠ প্রকাশিত: ০২ মার্চ ২০২৫, ২২:১২

প্রকাশের পরপরই রীতিমতো ঝড় তুলেছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার টিজার। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মুক্তি পায় টিজারটি। আর টিজার প্রকাশ্যে আসার পর থেকেই ব্যাপক প্রশংসায় ভাসছেন দেশের শীর্ষ তারকা শাকিব খান। সিনেমাটিকে দেশের ইতিহাসে সবচেয়ে আধুনিক ও ব্যয়বহুল সিনেমা বলা হচ্ছে।

শাকিব খানের দীর্ঘদিনের বন্ধু ও বরবাদের সহকর্মী মিশা সওদাগরের মতে, এটিই বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল ছবি।


‘বরবাদে’ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। সিনেমাটি প্রসঙ্গে তিনি বলেন, ‘বরবাদের গল্প অবশ্যই আলাদা এবং বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল ছবি এটি। একই সঙ্গে আমার করা সবচেয়ে বড় বাজেটের ছবি এটি এবং টেকনিক্যাল দিক সবচেয়ে উন্নত মানের।

এটা একেবারের বাংলাদেশেরই সিনেমা। কিন্তু মানের দিক থেকে একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আপনারা ছবি দেখার সময় আমার কথার সঙ্গে মিলিয়ে নিয়েন।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও