You have reached your daily news limit

Please log in to continue


খোলসবন্দি ভিনি-এমবাপে, হেরে তিনে নামলো রিয়াল

প্রতিপক্ষ রিয়াল বেটিসের মাঠে একেবারে ছন্নছাড়া একটি ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচজুড়ে বল দখলে এগিয়ে থাকলেও তাদের আক্রমণভাগে স্বাভাবিক ছন্দে দেখা যায়নি ভিনিসিয়ুস-এমবাপেদের। তাদের খোলসবন্দী দিনে লস ব্লাঙ্কোসরাও তিক্ত হারের স্বাদ পেয়েছে। প্রথমে লিড নিলেও বেটিসের কাছে তারা হেরেছে ২-১ গোলে।

গতকাল (শনিবার) রাতে বেটিসের মাঠে লা লিগার ম্যাচটি খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। মাত্র ১০ মিনিটেই ব্রাহিম দিয়াজ তাদের এগিয়ে দেওয়ার পর জনি কারদোসো এবং ইসকোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। তাদের নেওয়া ১৮টি শটের ৩টি ছিল লক্ষ্যে। অন্যদিকে রিয়াল শট নিতে পরেছে মাত্র ৯টি, এর মধ্যে স্রেফ ২টি লক্ষ্যে ছিল। 

দুই ম্যাচের নিষেধাজ্ঞায় থাকায় রিয়ালের জার্সিতে লা লিগায় অনুপস্থিত জ্যুড বেলিংহ্যাম। তবুও তারকায় সমৃদ্ধ রিয়াল ধারহীন ছিল ম্যাচের শুরু থেকেই। এরপরই অবশ্য কিলিয়ান এমবাপে পাল্টা আক্রমণে উঠে মেন্ডি হয়ে বল পান দিয়াজ। মরক্কান তারকা এক স্পর্শেই দশম মিনিটে লিড এনে দেন রিয়ালকে। এরপর স্বাগতিকরা সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালাতে থাকে। তারই জের ধরে ৩৪ মিনিটে কর্নার থেকে জোরালো হেডে কারদোসো বল জালে জড়িয়ে সমতায় ফেরার উৎসবে মাতেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন