যুগে যুগে বন্ডের আবেদনময়ী নায়িকারা

প্রথম আলো প্রকাশিত: ০১ মার্চ ২০২৫, ১৬:২৯

‘জিরো জিরো সেভেন’ তাঁর সংকেত নম্বর। দারুণ হ্যান্ডসাম আর হিংস্র এক গুপ্তচর জেমস বন্ড। বিখ্যাত ব্রিটিশ ঔপন্যাসিক ইয়ান ফ্লেমিংয়ের কাল্পনিক চরিত্র। তবে শন কনারি, রজার মুর, টিমোথি ডালটন, পিয়ার্স ব্রসনান আর ড্যানিয়েল ক্রেগদের শরীরে তিনি বাস্তব হয়ে উঠেছেন বড় পর্দায়। উপন্যাসের জেমস বন্ডকে শেষ পর্যন্ত আর কাল্পনিক থাকতে দেয়নি চলচ্চিত্র, ভিডিও গেম বা কমিক বই। ঈর্ষণীয় এই চরিত্রের হাতঘড়ি থেকে শুরু করে বাহুবন্দী প্রেমিকারাও চোখধাঁধানো। রূপবতী, আবেদনময়ী, বুদ্ধিমতী আর মারপিটে পারদর্শী এই বন্ড গার্লদের কাজ ছিল ছলে–বলে–কৌশলে প্রেমের ফাঁদে ফেলে বন্ডকে লক্ষ্যভ্রষ্ট করা। বন্ডগার্লরা জেমস বন্ডের মতো জনপ্রিয় নন। তবে তাঁদের নিয়েও আগ্রহ আছে বন্ডভক্তদের। বন্ডগার্ল হয়ে কখনো এসেছেন হলিউডের সেরা অভিনেত্রীদের কেউ কেউ। আবার বন্ডগার্ল হওয়ার পর পরিচিতি পেয়েছেন অনেক অভিনেত্রী। একসঙ্গে দেখে নেওয়া যাক আবেদনময়ী এই বন্ডগার্লদের।


উরসুলা আন্দ্রেস


আদর্শ বন্ডগার্ল হিসেবে এখনো শীর্ষে উরসুলা আন্দ্রেস। প্রথম বন্ড ছবি ‘ডক্টর নো’তে সমুদ্র থেকে উঠে আসা হানি রাইডার–রূপী উরসুলা আন্দ্রেস তো এখনো আইকনিক বন্ডগার্ল। চরিত্রস্রষ্টা ইয়ান ফ্লেমিং নিজেও উরসুলাকে পছন্দ করেছিলেন ভীষণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও