You have reached your daily news limit

Please log in to continue


ঈদে আসছে আসিফের নতুন গান

বছরজুড়েই নানা আয়োজনে নতুন গান উপহার দেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সামনে আসছে ঈদ। এরই মধ্যে ঈদ উপলক্ষে নতুন গান করছেন আসিফ। সম্প্রতি তিনি গাইলেন ‘ফিরে পাব কি আবার’ শিরোনামের একটি আধুনিক গান। আগামী রোজার ঈদে এফ এ মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। গানের কথা লিখেছেন ফারুক আনোয়ার, সুর এবং সংগীতায়োজন করেছেন সম্রাট আহমদ।

ফিরে পাব কি আবার গানটি নিয়ে আসিফ আকবর বলেন, ‘ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে একটি ভালো গানের তুলনা নেই। ফিরে পাব কি আবার গানটির কথা আমার ভালো লেগেছে। সম্রাট এ প্রজন্মের মেধাবী একজন সংগীত পরিচালক। গানটিতে চমৎকার সুর ও সংগীতায়োজন করেছেন তিনি। আমি মনে করি, আমার অন্য গানগুলোর মতো এই গানও শ্রোতাদের ভালো লাগবে।’

গানটির গীতিকার এবং এফ এ মিউজিকের কর্ণধার ফারুক আনোয়ার বলেন, ‘কথার সঙ্গে সুরের মেলবন্ধনটা সঠিক না হলে গানের আবেদনটাই নষ্ট হয়ে যায়। এই গানের কথার সঙ্গে মানিয়ে দারুণ সুর ও সংগীতায়োজন করেছেন সম্রাট আহমেদ। আসিফ আকবর দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী। তাঁর গায়কি নিয়ে নতুন করে বলার নেই। বরাবরের মতো এই গানও অসাধারণ গেয়েছেন তিনি। আমরা চমৎকার একটি ভিডিওর সঙ্গে গানটি মুক্তি দিতে চাই। আশা করছি দর্শক-শ্রোতাদের মন জয় করতে পারব গানটি দিয়ে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন