চ্যাম্পিয়নস ট্রফি থেকে গতকাল দুর্ভাগ্যজনকভাবে প্রায় বিদায়ই নিয়েছে আফগানিস্তান। আগে ব্যাট করে ২৭৩ রান তোলার পর অস্ট্রেলিয়া তাড়া করতে নেমে ১ উইকেটে ১০৯ রানে থাকতে বৃষ্টির কারণে ম্যাচে আর খেলা হয়নি। আগেই ১ পয়েন্টে এগিয়ে থাকা আফগানিস্তানকে পেছনে ফেলে সেমিফাইনালে উঠে গেছে অস্ট্রেলিয়া।
রশিদ খানদের সেমিফাইনালে ওঠার সুযোগ আছে শুধু কাগজে–কলমে। আজ ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা অন্তত ২০৭ রানে হারলেই শুধু শেষ চারের টিকিট পাবে আফগানিস্তান, যেটা বাস্তবে প্রায় অসম্ভব।