You have reached your daily news limit

Please log in to continue


প্রচণ্ড গরমে বাস করলে বয়স দ্রুত বাড়ে: গবেষণা

অনেকে গরম আবহাওয়াকে ঘৃণা করলেও প্রচণ্ড তাপে দীর্ঘসময় ধরে থাকা মানুষের বার্ধক্যকে বাড়িয়ে দিতে পারে বলে উঠে এসেছে নতুন এক গবেষণায়।

গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত গরমের মধ্যে থাকেন এমন পরিবেশ তাদের খিটখিটে, ক্লান্ত, ঘামওয়ালা ও অস্বস্তিকর করে তোলার পাশাপাশি শারীরিক বার্ধক্যকেও বাড়িয়ে দিতে পারে।

গবেষণায় যুক্তরাষ্ট্রের ৫৬ বছরের বেশি বয়সী তিন হাজারেরও বেশি মানুষের রক্তের নমুনা বিশ্লেষণ করেছেন ‘ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া’র গবেষকরা।

গবেষণায় অংশগ্রহণকারীদের তাদের অঞ্চলের তাপ সূচকের সঙ্গে তুলনা করার আগে তাদের জৈবিক বয়স অনুমান করতে ‘এপিজেনেটিক ওয়াচ’ নামের একটি জৈব রাসায়নিক পরীক্ষা ব্যবহার করেছিলেন গবেষকরা।

জেরন্টোলজিস্টরা (যারা বার্ধক্য নির্ধারণ করেন) বলছেন, অ্যারিজোনার মতো অত্যন্ত উষ্ণ রাজ্যে বসবাসকারী মানুষের জৈবিক বয়স ওয়াশিংটন রাজ্যের মতো শীতল অঞ্চলে বসবাসকারীদের চেয়ে বেশি।

৩২ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রাকে ‘অত্যন্ত গরম’ বলে চিহ্নিত করেছেন তারা এবং বলেছেন, বছরে একশ ৪০ দিনেরও বেশি এই আবহাওয়ায় বাস করলে এখানকার বাসিন্দাদের জৈবিক বয়স ১৪ বছর পর্যন্ত বেড়ে যেতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন