বাসে বিতণ্ডা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষককে মারধর, চালক-হেল্পার আটক

বিডি নিউজ ২৪ পল্লবী থানা প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৬

রাস্তায় লম্বা সময় বাস থামিয়ে যাত্রী তুলতে নিষেধ করায় বিতণ্ডার একপর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে চালক ও হেলপারের বিরুদ্ধে।


রাজধানীর মিরপুরে শুক্রবার বিকাল ৩টার দিকের এ ঘটনার পর ‘মিরপুর সুপার লিংক’ নামের পাঁচটি বাস ক্যাম্পাসে এনে আটকে রাখেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা; এরপর রাতে সেই চালক ও হেল্পারকে আটক করে পুলিশ।


পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বাসের ড্রাইভার আর হেলপারকে আটক করে নিয়ে আসছি। স্যারদের সঙ্গে কথা বলছি।”


মারধরের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রভাষক আদীব শাহরিয়ার জামান নিজের ফেইসবুক পেইজে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। বিকালে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের উল্টো দিকে তাকে মারধর হয় বলে দীর্ঘ পোস্টে লিখেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিরপুর সুপার লিংকের পাঁচটি বাস ক্যাম্পাসে নিয়ে এসে আটকে রাখেন।


শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, “মিরপুর এলাকা থেকে বাসগুলো নিয়ে আসে ছাত্ররা। প্রক্টোরিয়াল টিম গেছে পল্লবী থানায়।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও