
হেপাটাইটিস বির ভ্যাকসিন নিলেই কি আপনি সুরক্ষিত
হেপাটাইটিস বি মারাত্মক সংক্রামক ভাইরাস, যা লিভার বা যকৃতের প্রদাহ সৃষ্টি করে। রক্ত, বীর্য এবং শরীরের অন্যান্য তরলের মাধ্যমে এই ভাইরাস ছড়াতে পারে। অন্তঃসত্ত্বা নারী আক্রান্ত হলে শিশুর আক্রান্ত হওয়ায় আশঙ্কা অনেক বেশি।
বি ভাইরাসে স্বল্পমেয়াদি (অ্যাকিউট) সংক্রমণের পাশাপাশি দীর্ঘস্থায়ীও (ক্রনিক) হতে পারে। ফলে বি ভাইরাস সংক্রমণে জন্ডিস, লিভার সিরোসিস, লিভার ক্যানসার এমনকি মৃত্যুও হতে পারে। তবে সৌভাগ্যবশত, হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য এটি অত্যন্ত কার্যকর টিকা আছে।
এটাই রোগটি প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। টিকা আবিষ্কারের পর থেকে বিশ্বজুড়ে এই রোগের সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমে এসেছে।
হেপাটাইটিস বি টিকার কার্যকারিতা
হেপাটাইটিস বি তিনটি ডোজের টিকা গ্রহণের পর ৯৫–১০০ শতাংশ মানুষের শরীরে এই রোগের প্রতিরোধক্ষমতা বা অ্যান্টিবডি তৈরি হয়। এই টিকা শিশুদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, তাদের দীর্ঘস্থায়ী সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। টিকা গ্রহণের মাধ্যমে শিশুদের লিভার ক্যানসার এবং লিভার সিরোসিসের মতো মারাত্মক রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- হেপাটাইটিস বি
- টিকা গ্রহণকারী