You have reached your daily news limit

Please log in to continue


কিওয়ার্ড সার্চ করে খোঁজা যাবে ভিডিওর তথ্য, নতুন যে প্রযুক্তি আনল গুগল ড্রাইভ

গুগল ড্রাইভে সংরক্ষিত কোনো ভিডিওতে তথ্য খুঁজে পাওয়া এখন আরো সহজ। টেক জায়ান্ট গুগল তাদের প্ল্যাটফর্মের জন্য একটি নতুন ফিচার চালু করেছে। যেখানে ব্যবহারকারীরা সরাসরি ভিডিও ট্রান্সক্রিপ্ট ফিচারের সাহায্যে অনুসন্ধান করতে পারবেন।

গুগলের মতে, নতুন আপডেটে গুগল ড্রাইভে সংরক্ষিত ভিডিও চালানোর পরে সেটির ক্যাপশনের ওপর ভিত্তি করে একটি ট্রান্সক্রিপ্ট সাইডবার সামনে আসবে।

যেখানে টাইমস্ট্যাম্পসহ টেক্সট ব্লকও থাকবে। এই ভিডিওর কোন অংশে কী আলোচনা করা হয়েছে, সেটি দেখা যাবে। এর ফলে ব্যবহারকারী ভিডিওটি আরো ভালোভাবে বুঝতে পারবেন। দ্রুত প্রয়োজনীয় তথ্য খুঁজে পাবেন।

অনুসন্ধান করা সহজ

এই নতুন ফিচারে ট্রান্সক্রিপ্ট সাইডবারে একটি সার্চবার যুক্ত করা হয়েছে। যেখানে ব্যবহারকারীরা যেকোনো কিওয়ার্ড বা বাক্যাংশ টাইপ করার সুযোগ পবেন। সার্চবারে উল্লিখিত লাইনটি ট্রান্সক্রিপ্টে হাইলাইট করা হবে এবং ব্যবহারকারী সরাসরি প্রাসঙ্গিক অংশে ক্লিক করে ভিডিওর সেই অংশে যেতে পারবেন।

যদি কোনো ভিডিওতে ক্যাপশন না থাকে, তবে ব্যবহারকারীরা ক্যাপশন আপলোড করতে পারবেন ৷ গুগল ড্রাইভের নিজস্ব ক্যাপশন বৈশিষ্ট্যটিও ব্যবহার করে এটি করতে পারবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন