ব্রেক নাকি ক্লাচ, গাড়ি থামাতে কোনটি আগে করবেন

কালের কণ্ঠ প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৫

মোটরসাইকেল বা গাড়ি চালানোর সময় অনেকেই দ্বিধায় পড়েন যে প্রথমে ক্লাচ টানবেন, নাকি ব্রেক করবেন। সঠিকভাবে গাড়ি বা মোটরসাইকেল থামানোর জন্য দুটিই খুব গুরুত্বপূর্ণ। ভুল পদ্ধতিতে থামালে দুর্ঘটনার আশঙ্কা বাড়তে পারে। তাই কখন, কিভাবে ক্লাচ ও ব্রেক ব্যবহার করবেন, তা পরিষ্কারভাবে বোঝা দরকার।


গাড়ির ক্ষেত্রে ক্লাচ ও ব্রেকের ভূমিকা


গাড়িতে সাধারণত তিনটি পেডেল থাকে। প্রথম হচ্ছে ক্লাচ, এটি গিয়ার পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়। দ্বিতীয়ত ব্রেক, যা গাড়ির গতি কমানো বা থামানোর জন্য ব্যবহৃত হয়। তৃতীয়ত অ্যাক্সিলারেটর, যা গতি বাড়ানোর জন্য ব্যবহৃত হয়।


গাড়ি যদি দ্রুত গতিতে থাকে (যেমন ৫০ কিমি/ঘণ্টা বা তার বেশি), তবে প্রথমে ব্রেক ধীরে ধীরে চাপতে হবে, যাতে গাড়ির গতি কমে। গতি একেবারে কমে এলে ক্লাচ চাপতে হবে, যাতে ইঞ্জিন বন্ধ না হয়ে যায়। প্রয়োজন হলে গিয়ার কমিয়ে দ্বিতীয় বা প্রথম গিয়ারে এনে পুরোপুরি থামতে হবে।


ধীর গতিতে চলা অবস্থায় (২০ কিমি/ঘণ্টার কম) ব্রেক চাপার আগেই ক্লাচ টেনে নিতে হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও