বাংলাদেশের টুর্নামেন্ট শেষ হলেও শেষ হয়নি প্রাইজ মানির হিসাব

কালের কণ্ঠ প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৬

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ভেস্তে যাওয়ায় নাজমুল হাসান শান্তদের টুর্নামেন্ট শেষ। তবে খেলার দিক থেকে সম্পর্ক শেষ হলেও হিসাব বাকি রয়েছে এখনো। ‘এ’ গ্রুপে পাকিস্তানের সমান ১ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় গ্রুপের ৩ নম্বর হয়ে টুর্নামেন্ট শেষ করেছেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা।


কিন্তু পকেটভারীর হিসাব এখনো শেষ হয়নি। টুর্নামেন্ট শুরুর আগেই আইসিসি জানিয়ে দিয়েছে, পারফরম্যান্স অনুযায়ী কোন দল কত টাকা পাবে। অর্থের ভাগ থেকে কেউই বাদ যাবে না। এমনকি টুর্নামেন্টে জয় না পাওয়া দলও।


সেদিক থেকে সব মিলিয়ে বাংলাদেশ কত নম্বর হয়ে শেষ করবে তা এখনো নির্ধারিত হয়নি।


এখন পর্যন্ত একটি দলই পয়েন্ট পায়নি। সেই দল হচ্ছে ইংল্যান্ড। গতকাল আফগানিস্তানের কাছে হারায় বাংলাদেশ-পাকিস্তানের মতো টুর্নামেন্ট শেষ হয়েছে ইংল্যান্ডেরও।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও