You have reached your daily news limit

Please log in to continue


বিএনপির বর্ধিত সভা: দলের কাছে প্রত্যাশা তুলে ধরবেন তৃণমূলের নেতারা

সাত বছর পর নির্ঝঞ্ঝাট বিশাল আয়োজনে বর্ধিত সভা করতে যাচ্ছে বিএনপি, যেখানে অংশ নেবেন দলটির কেন্দ্রীয় থেকে তৃণমূলের সাড়ে ৩ হাজার নেতাকর্মী।

জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে চলছে সভার প্রস্তুতির কাজ। মঞ্চ তৈরি হয়ে গেছে, অন্যান্য কাজ রাতের মধ্যে সেরে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা।

দীর্ঘসময় পর দলের এ আয়োজনে সারা দেশ থেকে নেতাকর্মীরা দলে দলে যোগ দেবেন। দলের কাছে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরে বক্তব্য দেবেন। সেগুলো আমলে নিয়ে কর্মকৌশল নির্ধারণ করবে বিএনপি।

সভা থেকে কী বার্তা আসতে পারে, এ প্রশ্নে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “যেসব নেতৃবৃন্দ বর্ধিত সভায় আসবেন, যাদেরকে ডাকা হয়েছে, তাদের বক্তব্যের ওপর ভিত্তি করেই…কী চান তারা… অনেক দিন ধরেই তারা আমাদের এত বড় আন্দোলন গেল, আরও নানা বিষয় আছে…কী ধরনের প্রস্তাব গ্রহণ করা যায়, তাদের বক্তব্যের মধ্যে দিয়ে সেটা আসবে।”

এলডি হল মাঠে বুধবার বিকালে সভার প্রস্তুতির কাজ ঘুরে দেখে রিজভী বলেন, “বর্ধিত সভার প্রস্তুতি কাজ পুরোদমে চলছে। রাতের (বুধবার রাত) মধ্যে আমাদের প্রস্তুতি সম্পন্ন হবে। আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১০টায় সভা শুরু হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন