You have reached your daily news limit

Please log in to continue


চ্যাম্পিয়ন্স ট্রফির দায়িত্বে থাকা ১০০ পুলিশ বরখাস্ত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তা নিয়ে কোনো ঘাটতি রাখতে চায় না পাকিস্তান। তাই এই আসরের নিরাপত্তায় ১২ হাজার পুলিশকে দায়িত্ব দিয়েছিল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে দায়িত্ব পালনে অনীহা থাকায় সেখান থেকে ১০০ জন পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) তথ্যমতে বরখাস্ত হওয়া পুলিশের সদস্যরা পাঞ্জাব বিভিন্ন শাখার সঙ্গে যুক্ত ছিলেন। মূলত দীর্ঘ কর্ম-ঘণ্টার চাপে অতিষ্ঠ হয়ে ১০০ জনেরও বেশি পাকিস্তানি পুলিশ সদস্য তাদের দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানান।

পাঞ্জাব পুলিশের আইজিপি উসমান আনোয়ার বলেন, 'লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও হোটেলের মধ্যে দলের যাতায়াতের সময় কড়া নিরাপত্তা থাকে। সেই কাজে যারা নিযুক্ত ছিলেন, তাদের অনেকে দায়িত্ব পালন করতে চাননি। কয়েক জন আবার কাজেই আসেননি। তাই তাদের বরখাস্ত করা হয়েছে। অন্য দায়িত্বে থাকা কয়েক জনকেও বরখাস্ত করা হয়েছে।'

পাঞ্জাবের আইজিপি উসমান আনোয়ার বিষয়টি আমলে নিয়ে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, 'আন্তর্জাতিক ইভেন্টের নিরাপত্তার ক্ষেত্রে অবহেলার কোনো সুযোগ নেই।'

দীর্ঘ ২৯ বছর নিরাপত্তাজনিত কারণে এখানে কোনো আইসিসি ইভেন্ট আয়োজন হয় না। এবার সবদল খেলতে গেলেও নিরাপত্তার কারণে পাকিস্তানে খেলতে যায়নি ভারত। তারা নিজেদের সব ম্যাচ খেলছে দুবাইতে। তবে বাকি দলগুলোর সবাই খেলছে পাকিস্তানে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন