You have reached your daily news limit

Please log in to continue


কর আদায় বাড়লেও লক্ষ্যমাত্রা থেকে অনেক দূরে

মূলত ডিসেম্বর ও জানুয়ারিতে প্রবৃদ্ধির ওপর ভর করে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে রাজস্ব আদায় ইতিবাচক ধারায় ফিরেছে। তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে বার্ষিক কর আদায়ের লক্ষ্যমাত্রা পূরণের কঠিন চ্যালেঞ্জে পড়েছে।

এমনকি স্থিতিশীল সময়েও রাজস্ব বোর্ড বার্ষিক করের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। বার্ষিক লক্ষ্যমাত্রা পূরণে এ বছরের বাকি পাঁচ মাসে রাজস্ব আদায় ২৮ শতাংশের মতো বাড়াতে হবে।

এবার কর লক্ষ্যমাত্রার কাছাকাছি আসতে ব্যর্থ হলে বহুপাক্ষিক সংস্থাগুলোর বাজেট সহায়তা ও চলমান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তি আটকে যেতে পারে।

সহজভাবে বলতে গেলে—সরকার সংশোধিত বাজেটে বার্ষিক করের লক্ষ্যমাত্রা ব্যাপকভাবে কাটছাঁট করার অবস্থায় নেই। ফলে রাজস্ব প্রশাসনকে প্রায় অসম্ভব কাজটিই করতে হবে।

গত জুলাই থেকে জানুয়ারিতে রাজস্ব বোর্ড আদায় করেছে এক লাখ ৯৫ হাজার ৮৬০ কোটি টাকা। এটি আগের বছরের একই সময়ের তুলনায় দুই দশমিক ৯৬ শতাংশ বেশি। আয়কর, ভ্যাট ও শুল্কসহ সব ধরনের রাজস্ব আদায়ে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন