
সরকারের অগ্রগতি ‘অন্তর্দৃষ্টি’ দিয়ে দেখা উচিত: অর্থ উপদেষ্টা
ডেইলি স্টার
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৫, ২০:৪২
শুধু সরকারের ভুল ও নেতিবাচক দিকগুলোর প্রতি নজর না দিয়ে ইতিবাচক অগ্রগতির দিকেও নজর দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
'এসব ইতিবাচক দিক অন্তর্দৃষ্টি দিয়ে দেখা উচিত,' বলে মনে করেন তিনি।
তার ভাষ্য—শুধু গ্লাসের খালি অংশ দেখলে হবে না, এর অর্ধেকটা ভরা আছে।
আজ সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ে সেমিনারে তিনি এ কথা বলেন।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে দেওয়া আয়কর, ভ্যাট ও শুল্কনীতিতে মূল পরিবর্তনগুলো সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে রাজস্ব বোর্ড এ সেমিনারের আয়োজন করে।