নবদম্পতিরা চারপাশের লোকের কথায় এই ৫ ফাঁদে পা দেবেন না

প্রথম আলো প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৬

সংসার বিষয়ে বিনা মূল্যে অনেক পরামর্শ পেয়ে থাকেন নতুন দম্পতিরা। এত পরামর্শে ভিড়ে কোনটা ঠিক আর কোনটা ভুল, বোঝা কঠিন হয়ে পড়ে। লোকের এসব পরামর্শে কান দিয়ে বৈবাহিক জীবনের শুরুতেই অনেক সময় ভুল করে ফেলেন দম্পতিরা। অন্যের কথা শোনার আগে এই পাঁচটি বিষয়ে অবশ্যই নিজেদের মধ্যে আলোচনা করে নেওয়া ভালো।


বাটারফ্লাই ম্যাট্রিমনিয়ালের প্রতিষ্ঠাতা এবং বিয়ে ও সম্পর্কবিষয়ক পরামর্শক হুরায়রা শিশির বলেন, নতুন যেকোনো কিছুর শুরুতে ভুল হবে, এটাই স্বাভাবিক। বিয়ের পরেও তা–ই। নতুন দাম্পত্যে ভুলকে খুব বড় করে দেখা যাবে না। ভুল থেকে সমস্যা তৈরি হলে একে অপরের প্রতি সহনশীল থেকে সেগুলো সমাধান করতে হবে।


১. সামর্থ্যের বাইরে বাসা ভাড়া


শহরে বাস করেন এমন নতুন দম্পতির আয়ের একটা বড় অংশই থাকার ব্যবস্থা করতে চলে যায়। নিজ নিজ পরিবার থেকে আলাদা হয়ে নিজেদের মতো গুছিয়ে নিতে চাইলে খরচ এমনিতেই বেড়ে যায়। তার ওপর যদি দেখনদারির চাপে পড়েন, তাহলেই শেষ। অনেক সময় স্ট্যাটাস ঠিক রাখতে গিয়ে বাড়তি বাসাভাড়ার চাপে পড়েন দম্পতিরা। এ সময় পরিবার, আত্মীয় বা বন্ধুদের কথায় ব্যয়বহুল বাসা নিয়ে বিপদ বাড়ান দম্পতিরা। কয়েক মাস যেতে না যেতেই বাসাভাড়ার বাড়তি খরচ জোগাতে গিয়ে হিমশিম খেতে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও