পরিত্যক্ত অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচ, সমীকরণ কী দাঁড়াল?

ডেইলি স্টার প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২০

বৃষ্টির বাগড়া থামল না। রাওয়ালপিন্ডিতে সকাল থেকে অঝোর ধারায় ঝরতে থাকা বর্ষণেরই জয় হলো শেষমেশ। পণ্ড হয়ে গেল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির 'বি' গ্রুপে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ।


মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে অফিসিয়ালরা ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেন। টানা বৃষ্টির কারণে হতে পারেনি টসও। খেলা শুরু করার জন্য বেঁধে দেওয়া সবশেষ সময় ছিল বাংলাদেশ সময় অনুসারে রাত ৮টা ৩২ মিনিট। কিন্তু আবহাওয়ার যা পরিস্থিতি, তাতে মাঠকর্মীদের পক্ষে এর আগে মাঠ খেলার জন্য উপযুক্ত করার কোনো সুযোগ নেই।


নিজেদের আগের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছিল অস্ট্রেলিয়া, আফগানিস্তানকে পরাস্ত করেছিল দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল। ফলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা উভয়েরই পয়েন্ট বেড়ে হয়েছে সমান ৩ করে।


'বি' গ্রুপের আরেক ম্যাচে আগামীকাল বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে লড়বে পয়েন্টের খাতা না খোলা দুই দল ইংল্যান্ড ও আফগানিস্তান। ওই লড়াইয়ে যারা হারবে, তারা টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও