
মুখ খুললে চেহারা লুকাতে পারবে না, অভিনেত্রীর প্রাক্তনের স্ট্যাটাস
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০০
ওপার বাংলার ছোটপর্দার পরিচিত মুখ সুস্মিতা দে। ‘অপরাজিতা অপু’ থেকে শুরু করে বেশ কয়েকটি জনপ্রিয় বাংলা ধারবাহিকে মুখ্য চরিত্রে দেখা গেছে তাকে।
এই মুহূর্তে ‘কথা’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করে সুস্মিতার জনপ্রিয়তা তুঙ্গে। তার ওপর সহ-অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের সঙ্গে সুস্মিতা দে-এর সম্পর্কের চর্চাও ভক্তদের আলোচনায় জায়গা করে নিয়েছে।
গত বছরই দীর্ঘদিনের প্রেমিক অনির্বাণ রায়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দেন সুস্মিতা। যদিও এই ব্রেকআপের কারণ কী তা জানা যায়নি। এরপর থেকেই সুস্মিতা ও অনির্বাণের রাস্তা আলাদা হয়ে যায়। এরই মাঝে ফের সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করলেন সুস্মিতার প্রাক্তন অনির্বাণ।