মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, ‘ও আম্মাগো’ চিৎকারটা কি শুনতে পান

প্রথম আলো মনোজ দে প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৬

এবার একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের লাইভ সম্প্রচারে একজন তরুণী নতুন বাংলাদেশের কাছে তাঁর প্রত্যাশার কথা জানাচ্ছিলেন। খুব দ্বিধাহীনভাবে তিনি বলছিলেন, সাধারণ একজন নাগরিক হিসেবে গণ-অভ্যুত্থানে দায়িত্ব নেওয়া সরকারের কাছে তাঁর প্রত্যাশা হলো, তিন বেলা খেয়ে-পরে যেন ভালোভাবে থাকতে পারে, আর ঘর থেকে বের হয়ে নিরাপদে যাতে আবার ঘরে ফিরতে পারে। ছয় মাস বয়সী অন্তর্বর্তী সরকারের কাছে শুধু এই মধ্যবিত্ত তরুণীর নয়, বাংলাদেশের সব মানুষের এখনকার সাধারণ চাওয়া এটি।


ছাত্রদের নতুন দলের নেতৃত্ব নিয়ে বিতর্ক, অভ্যুত্থানে কার কতটা ভূমিকা এবং কে কার চেয়ে বড় মাস্টারমাইন্ড, এবারের একুশে ফেব্রুয়ারি পালনে আগের চেয়ে কতটা পার্থক্য দেখা গেল, বাংলাদেশের দুজনের কোন সংস্থা যুক্তরাষ্ট্রের ২৯ মিলিয়ন ডলার পেয়েছেন, এসব বিষয় নিয়ে গত কয়েক দিন ফেসবুক সরগরম হয়ে আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও