সিলেটে শিক্ষার্থীকে মারধর: জামায়াতের দুঃখ প্রকাশ, অস্বীকার শিবিরের

প্রথম আলো প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৬

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ছাত্রশিবিরের ‘কিছুসংখ্যক কর্মী’ জড়িত থাকার দায় স্বীকার করে দুঃখপ্রকাশ করেছেন মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। গতকাল রোববার রাতে নগরের সোবহানীঘাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বক্তব্য দেন।


তবে ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে গতকাল রাতেই ছাত্রশিবিরের সিলেট মহানগর শাখা একটি বিবৃতি দিয়েছে। এতে সংগঠনটি জামায়াতের আমিরের বক্তব্য প্রত্যাহারের জন্য আহ্বান জানিয়েছে।


এর আগে গত বুধবার রাত ১২টার দিকে এমসি কলেজের ছাত্রাবাসে শিক্ষার্থী মিজানুর রহমান মারধরের শিকার হন। তিনি সিলেটের আঞ্চলিক ইসলামী সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহের ছাত্রসংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার এমসি কলেজ শাখার সহতথ্যপ্রযুক্তি-বিষয়ক সম্পাদক। মিজানুর রহমানের অভিযোগ, তাঁকে এমসি কলেজ ছাত্রশিবিরের নেতা-কর্মীরা রড দিয়ে মারধর করেছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও