সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএস) ও তাদের মিত্ররা সমান্তরাল সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। একাধিক সূত্র রবিবার এএফপিকে এ তথ্য জানিয়েছে। তবে বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ যুদ্ধবিধ্বস্ত দেশটিকে আরো বিভক্ত করে তুলতে পারে।
এই চুক্তিতে স্বাক্ষরকারী ইউনাইটেড সিভিল ফোর্সেসের মুখপাত্র নাজম আল-দিন দারিসা এএফপিকে বলেছেন, ‘সনদে স্বাক্ষর সম্পন্ন হয়েছে।’
গোপনীয়ভাবে কেনিয়ার রাজধানী নাইরোবিতে স্বাক্ষরিত এই চুক্তি অনুসারে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ‘শান্তি ও ঐক্যের সরকার’ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।
এই পদক্ষেপটি এমন এক সময় এলো, যখন দেশটির নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে দুই বছর ধরে চলমান এক বিধ্বংসী যুদ্ধে এক কোটি ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং জাতিসংঘ এটিকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ ক্ষুধা ও স্থানচ্যুতি সংকট হিসেবে বর্ণনা করেছে।
বহুবার বিলম্বিত এই স্বাক্ষর অনুষ্ঠানটি কেনিয়ার রাজধানী নাইরোবিতে গণমাধ্যমের আড়ালে অনুষ্ঠিত হয়েছে। যারা এই ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে, তাদের মধ্যে ছিল সুদানের পিপলস লিবারেশন মুভমেন্ট-নর্থের (এসপিএলএম-এন) একটি অংশ, যেটি আবদেল আজিজ আল-হিলুর নেতৃত্বে দক্ষিণ কোরদোফান ও ব্লু নীল রাজ্যের কিছু অংশ নিয়ন্ত্রণ করছে।