You have reached your daily news limit

Please log in to continue


৯০ কার্যদিবসের মধ্যে স্টারলিংক সেবা চালুর প্রস্তাব দিলেন ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষস্থানীয় মার্কিন ব্যবসায়ী এবং স্পেসএক্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। একইসঙ্গে বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর প্রস্তাবও দিয়েছেন তিনি।

গত ১৯ ফেব্রুয়ারি ইলন মাস্ককে পাঠানো এক চিঠিতে প্রধান উপদেষ্টা এ আমন্ত্রণ জানান।

তিনি বলেন, বাংলাদেশ সফরের মাধ্যমে মাস্ক এখানকার তরুণ-তরুণীদের সঙ্গে দেখা করতে পারবেন, যারা হবেন এই অত্যাধুনিক প্রযুক্তির অন্যতম প্রধান সুবিধাভোগী।

চিঠিতে প্রধান উপদেষ্টা আরও বলেন, একটি উন্নত ভবিষ্যতের জন্য আমাদের অভিন্ন দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য চলুন একসঙ্গে কাজ করি।

প্রধান উপদেষ্টার চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের অবকাঠামোর সঙ্গে স্টারলিংকের সংযোগ একীভূত করা হলে তা বিপ্লব ঘটাবে, বিশেষ করে দেশের উদ্যমী তরুণ সমাজ, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত নারী এবং প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর জন্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন