বেবিচকের পাওনা ৮২৩ কোটি টাকা দিচ্ছে না সরকারি ২৩ প্রতিষ্ঠান

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০৭

সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কাছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ইজারা বাবদ বকেয়া পাওনা দাঁড়িয়েছে ৮২৩ কোটি ৪৭ লাখ টাকা। ইজারা বাবদ ওই বকেয়া আদায়ে চিঠি চালাচালি করা হলেও দীর্ঘদিন ধরেই পাওনা আদায় করতে পারছে না প্রতিষ্ঠানটি।


১০-১৫ বছর ধরে বকেয়া অর্থ আদায়ে তোড়জোড় চালিয়ে যাচ্ছে বেবিচক। সর্বশেষ জানুয়ারি মাসের শেষ সপ্তাহে সচিব পর্যায়ে অনুষ্ঠিত বৈঠকেও এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাওনা টাকার মধ্যে শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছেই বকেয়া ৭২৩ কোটি টাকা। এরপরের অবস্থান তিন বিভাগের কাস্টমস হাউজের। ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কাস্টমস হাউজের কাছে আয়কর ও ভ্যাটসহ ইজারা বাবদ বকেয়ার পরিমাণ ৪৩ কোটি ৫ লাখ ১৫ হাজার টাকা।


জানুয়ারিতে হওয়া সচিব পর্যায়ের সভায় উপস্থিত থাকা বেবিচকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, বিভিন্ন সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের কাছে সিভিল এভিয়েশন বিভাগের ইজারা বাবদ পাওনা বকেয়া অর্থ আদায়ে সব মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনায় ইজারা গ্রহীতা সব সরকারি প্রতিষ্ঠানকে প্রতি বছর যথাসময়ে ইজারা বাবদ নিজ নিজ প্রতিষ্ঠানের বকেয়া পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিমান বাংলাদেশের বকেয়া পরিশোধকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও